এমন বৃক্ষ কি নাই ডালে যার নাই কোনো পরী,
এমন যাত্রা কি নাই যাতে নাই পরনের তরী,
এমন পত্র কি নাই বাক্যে-যার নাই নিরাময়,
এমন শস্য কি নাই যার বীজ বোনে নাই চাষা,
এমন মৃত্যু কি নাই যাতে নাই খোয়াবের লয়?
এমন কি রূপ আছে রূপ যার গড়ে না কুমার,
এমন কি দেখা আছে দেখা যার চোখে না কুলায়,
এমন কি কথা আছে কথা যার থাকে না ধুলায়,
পরানে পরান যদি এই মতো হাজার সোয়াল
সারাদিন যমুনার খলবল চিতল বোয়াল।