Showing posts with label হাসির কবিতা. Show all posts
Showing posts with label হাসির কবিতা. Show all posts

গল্প বলা - সুকুমার রায়


"এক যে রাজা"- "থাম না দাদা,
রাজা নয় সে, রাজ পেয়াদা "
"
তার যে মাতুল"- "মাতুল কি সে ?
সবাই জানে সে তার পিসে "
"
তার ছিল এক ছাগল ছানা"-
"
ছাগলের কি গজায় ডানা ?"

কিছু চাই? - সুকুমার রায়


কারোর কিছু চাই গো চাই?
এই যে খোকা, কি নেবে ভাই ?
জলছবি আর লাট্টু লাটাই
কেক বিস্কুট লাল দেশলাই
খেলনা বাঁশি কিংবা ঘুড়ি
লেড্পেনসিল রবার ছুরি ?
এসব আমার কিছুই নাই,
কারোর কিছু চাই গো চাই ?

সাহেব ও মোসাহেব – কাজী নজরুল ইসলাম


সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!”
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?”

সাহেব কহেন, “কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!”
মোসাহেব বলে, “হুজুরের কথা শুনেই বুঝেছি,
বাহাহা বাহাহা বাহাহা!”

পণ্ডশ্রম - শামসুর রাহমান


এই নিয়েছে নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতারবিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।
যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,
পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।
মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!
ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।

গভর্মেন্টের টাকা - নির্মলেন্দু গুণ


আম উঠেছে জাম উঠেছে কাঁঠাল পাকা পাকা
কিন্তু কিছুই কেনা যাচ্ছে না পকেটে নেই টাকা।
কোথায় পাবো টাকা কোথায় গেছে টাকা
বাবা দিলেন ধমক, পকেট আমার ফাঁকা।
মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে
জ্বলে উঠলেন তেল বেগুনে, চুরি করবো নাকি।
অজ্ঞত্য তার কাকা ছিলেন বাকি
খোকন গেল কাকার কাছে ছুটি

 

জুতা-আবিষ্কার - রবীন্দ্রনাথ ঠাকুর

কহিলা হবু,"শুন গো গোবুরায়,
       কালিকে আমি ভেবেছি সারা রাত্র--
মলিন ধূলা লাগিবে কেন পায়
       ধরণীমাঝে চরণ-ফেলা মাত্র?
তোমরা শুধু বেতন লহ বাঁটি,
       রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি।
আমার মাটি লাগায় মোরে মাটি,
       রাজ্যে মোর একি অনাসৃষ্টি!
            শীঘ্র এর করিবে প্রতিকার
            নহিলে কারো রক্ষা নাহি আর।'

ঠিক আছে – সুকুমার বড়ুয়া


অসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন
         
ঠিক আছে ঠিক আছে

রেশনের পচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙা-চোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন
         
ঠিক আছে ঠিক আছে

মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
তবু তিনি বললেন
         
ঠিক আছে ঠিক আছে
_