পরানের গহীন ভিতর- ১৩ - সৈয়দ শামসুল হক

তোমার বিয়ার দিনে মনে হইল, সত্য নিও মনে,
এত বড় এত গোল কোনোদিন দেখি নাই চান।
তুলার মতন ফুল, রাণী য্যান দরবারে বসা,
নদী গহীন তলে জোছনায় দিয়া সে প্রাসাদ।
পাথারে নিরালা গাছ আলগোছে একখান হাত
আমার আন্ধার পিঠে দিয়া কয়, ‘তোমারে সহসা
দেখাই কি ভাবে সব মানুষের নিজের বানান,
পরীর সাক্ষাত নাই, গেরস্তের বাড়ির পিছনে।
দীঘল নায়ের মতো দুঃখ এক নদী দিয়া যায়-
মাঝি নাই, ছই নাই, নাই কোনো কেরায়া কি লোক।
না হয় অনেকে কয়- এক গেলে অন্য-আর আসে,
অন্যের মধ্যে কি সেই পরানের এক পাওয়া যায়?-
তাই না সচ্ছল দ্যাশ অথচ কি বিরান সড়ক।
মানুষ বোঝে না বইলা পুন্নিমার চান এত হাসে।
_