এ কেমন শব্দ এই, এ কেমন কথার আদব?
একজন, দুইজন, দশজন, হাজার হাজার-
আমার মতন যারা ছিল এই মাটির উপর,
এরেই বন্ধন কয়? এর থিকা মুক্তি কারো নাই।
আমার মূর্তির মুখ আলগোছে বদলায়া দ্যাও।
যদিবা চেতন পায়া কিছু করি হাতে লাগে ছ্যাও।
আসলে তোমার মতো এতখানি কেউ না নিদয়া,
যার দ্যাশ তার দ্যাশে চলে তার নিজের টাকাই।