Showing posts with label প্রকৃতির কবিতা. Show all posts
Showing posts with label প্রকৃতির কবিতা. Show all posts

দূরের পাল্লা - সত্যেন্দ্রনাথ দত্ত


 
ছিপখান তিন-দাঁড় -
তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর
দ্যায় দূর-পাল্লা!
         পাড়ময় ঝোপঝাড়
         জঙ্গল-জঞ্জাল,
         জলময় শৈবাল
         পান্নার টাঁকশাল
কঞ্চির তীর-ঘর
-চর জাগছে,
বন-হাঁস ডিম তার
শ্যাওলায় ঢাকছে।
         চুপ চুপ - ওই ডুব
         দ্যায় পান্ কৌটি
         দ্যায় ডুব টুপ টুপ
         ঘোমটার বৌটি!

জোনাকি | বুদ্ধদেব বসু


 
এ কী
জোনাকি!
তুই কখন
এলি বল তো!
একলা
এই বাদলায়
কেন কলকা-
তায় এলি তুই?
[এই সারারাত জ্বলা চিরদ্বীপমালা
দেয়ালি-আলোয়!]
তোর সঙ্গী
সব পাড়াগাঁর
পথে সারা-রাত
ঘন অন্ধ
কারে জ্বলছে।

I Wandered Lonely as a Cloud | William Wordsworth

~
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

শুনি ।। মহাদেব সাহা

আমি শুনতাম ভরা নদীর ওপর দিয়ে-আসা-ভাটিয়ালি,
খোলা মাঠের ওপর দিয়ে ভেসে-আসা বাঁশি,
শুনতাম আবেগময় গীতিকবিতার মতো মাঝরাতের বৃষ্টিপাত
আজ শুনি টিভির ভাঙা গলা,খড়খড়ে শব্দ;

নিমন্ত্রণ ।। জসীম উদ্‌দীন





শুভেচ্ছা - হুমায়ুন আজাদ

 
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা
ভালো থেকো পাখি সবুজ পাতারা
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি - কাজী নজরুল ইসলাম

বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী !
ওগো বন্ধুরা, পান্ডুর য়ে এল বিদায়ের রাতি !
আজ তে বন্ধ আমার জানালার ঝিলিমিলি,
আজ তে বন্ধ মোদের আলাপন নিরিবিলি

পৃথিবী - রবীন্দ্রনাথ ঠাকুর


             আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী,
                শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। 

      মহাবীর্যবতী , তুমি বীরভোগ্যা,
             বিপরীত তুমি ললিতে কঠোরে,
                মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে ;
      মানুষের জীবন দোলায়িত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে।
                ডান হাতে পূর্ণ কর সুধা
                       বাম হাতে চূর্ণ কর পাত্র,
      তোমার লীলাক্ষেত্র মুখরিত কর অট্টবিদ্রূপে ;
      দুঃসাধ্য কর বীরের জীবনকে মহৎজীবনে যার অধিকার।
                শ্রেয়কে কর দুর্মূল্য,
                       কৃপা কর না কৃপাপাত্রকে।
      তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম,
             ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক।
          জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি,
      সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা।
      তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তোরণ,
          ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে।

হারিয়ে - প্রেমেন্দ্র মিত্র

কোনোদিন গেছ কি হারিয়ে,
হাট-বাট নগর ছাড়িয়ে
                       দিশাহারা মাঠে,
একটি শিমূলগাছ নিয়ে
                     আকাশের বেলা যেথা কাটে?

 
_