পরানের গহীন ভিতর- ২৮ - সৈয়দ শামসুল হক


ঝকঝক ঝকঝক সারাদিন করে আয়নাটা-
বুকে নাই ছবি নাই পড়ে নাই একখান ছবি,
বেবাক একাকী য্যান সুনসান ইস্কুরুপে আঁটা,
যা চাই তা নাই তয় চমৎকার আছে আর সবি।
আছে সবি আছে এক মইষের শিঙ্গের চিরুণী,
রুমাল, চুলের ফিতা জবজবা এখনোনি ত্যালে।
বিবাহের বাসরের শ্যাষে য্যান গেছে সে ফিরুনী-
ফেরার আশাও নাই, ফেরা নই একবার গ্যালে।
গেছে তো আমারে যদি বেরহম নিয়া যায় সথে
আমি তো এমন ঘরে বাস করি আশা করি নাই,
য্যান হাত দিয়া আছি ইন্দুরের বিষআলা ভাতে,
তবু তো ধরে না বিষ মুখে তুলি যত লোকমাই।
নিজেরও পড়ে না ছবি ছবিকাটা সেই আয়নায়,
সে নাই চেহারা নাই, খালি বড় খালি তড়পায়।
_