এমন অদ্ভূতভাবে কথা কয়া ওঠে কে, আন্ধারে?-
য্যান এক উত্তরের ধলাহাঁস দক্ষিনের টানে
যাইতে যাইতে শ্যাষে শুকনা এক নদীর কিনারে
তার সেই ডাক, সেই কান্দনের আওয়াজটা কানে
আমারে আমার সব নিদারুণ তীর হয়া হানে।
সে ক্যান আমারে ডাক দিয়া গেল, বুঝিনা ইয়াও।
ঝাপায়া ছিনতাই করি যমুনার ছিপছিপা নাও,
সকল ফালায়া দিয়া নিরুদ্দেশ সাথে যাই তার।