পরানের গহীন ভিতর (০১~৩৩)

০১। জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক, 🔊
০২। আন্ধার তোরঙ্গে তুমি সারাদিন কর কি তালাশ? 🔊
০৩। সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুক
০৪। আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
০৫। তোমার দ্যাশের দিকে ইস্টিশানে গেলেই তো গাড়ি 🔊
০৬। তোমার খামাচির দাগ এখনো কি টকটাকা লাল,
০৭। নদীর কিনারে গিয়া দেখি নাও নিয়া গ্যাছে কেউ 🔊
০৮। আমারে তলব দিও দ্যাখো যদি দুঃখের কাফন
০৯। একবার চাই এক চিক্কুর দিবার, দিমু তয়? 🔊
১০। কে য্যান কানতে আছে- তার শব্দ পাওয়া যায় কানে, 🔊
১১। কি আছে তোমার দ্যাশে? নদী আছে? আছে নাকি ঘর?
১২। উঠানের সেই দিকে আন্ধারের ইয়া লম্বা লাশ, 🔊
১৩। তোমার বিয়ার দিন মনে হইল, সত্য নিও মনে, 🔊
১৪। কি কামে মানুষ দ্যাখে মানুষের বুকের ভিতরে
১৫। আমারে সোন্দর তুমি কও নাই কোনো একদিন,
১৬। যমুনার পরে আসলে তার কথা খালি মনে হয়,🔊
১৭। এমন অদ্ভূতভাবে কথা কয়া ওঠে কে, আন্ধারে?- 🔊
১৮। এ কেমন শব্দ এই, এ কেমন কথার আদব? 🔊
১৯। পথের উপরে এক বাজপড়া তালগাছ খাড়া,
২০। কি কামে দুফর বেলা পাতাগুলা উড়ায় বাতাস?
২১। হাজার দক্ষিণ দিকে যাও তুমি গাঙ্গের মোহনা 🔊
২২। এক্কেরে আওয়াজ নাই, নদী খালি চাপড় দিতাছে 🔊
২৩। আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায় 🔊
২৪। আবার তোমার কোলে ফিরা যায় তোমার সন্তান,
২৫। কত না দুধের ক্ষীর খায়া গ্যাছে কালের গোপাল,
২৬। ক্যান তুই গিয়াছিলি?- আমি তরে জিগামু অখন 🔊
২৭। আউসের খ্যাতে মাঠে যুবতীরা দিতাছে সাঁতার, 🔊
২৮। ঝকঝক ঝকঝক সারাদিন করে আয়নাটা- 🔊
২৯। তোমারে যে ভালোবাসে এর থিকা আরো পাঁচগুণ 🔊
৩০। আরে ও ইসের বেটি, চুলে দিয়া শিমুলের ফুল 🔊
৩১। কে করে পরশ তার জীবনের এত জটিলতা? 🔊
৩২। নিঝুম জঙ্গল দিয়া যাইতেই ধনেশের ডাক।
৩৩। এমন বৃক্ষ কি নাই ডালে যার নাই কোনো পরী, 🔊
_