ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল
ছেলে
কামাল
ভাই,
অসুর-পুরে শোর উঠেছে
জোর্
সে
সামাল-সামাল তাই!
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই
!
হো
হো
কামাল
! তু
নে
কামাল
কিয়া
ভাই!
(হাবিলদার মেজর মার্চ্চের হুকুম করিলঃ-কুইক মার্চ্চ! )
লেফট্! রাইট্! লেফট্!!
( সৈন্যগণ গাহিতে গাহিতে মার্চ্চ করিতে লাগিল )
ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে
জোর্
সে
সামাল
সামাল
তাই!
কামাল! তু নে কামাল কিয়া
ভাই!
হো হো কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
(হাবিলদার মেজরঃ- লেফট্!রাইট্! )
সাব্বাস্ ভাই! সাব্বাস্ দিই, সাব্বাস্ তোর শমশেরে|
পাঠিয়ে
দিলি
দুষমনে
সব
যম-ঘর একদম্-সে রে!
বল্
দেখি
ভাই,
বল
হাঁ
রে,
দুনিয়ায় কে
ডর্
করে
না
তুর্কীর তেজ্
তলোয়ারে?
(লেফট্! রাইট্! লেফট্!)
খুব কিয়া ভাই খুব কিয়া!
বুজদিল
ঐ দুশমন্ সব বিলকুল্ সাফ
হো
গিয়া!
খুব কিয়া ভাই
খুব
কিয়া,
হুররো
হো!
হুররো
হো!
দস্যুগুলোয় সামলাতে যে
এমনি
দামাল
কামাল
চাই!
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
হো
হো
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
(হাবিলদার মেজরঃ- সাবাস্ সিপাই! লেফট্! রাইট্! লেফট্!)
শির হ'তে পাঁও তক্ ভাই লাল-লালে-লাল খুন মেখে
রণ-ভীতুদের শান্তি-বাণী শুন্
বে
কে
?
পিন্ডারীদের খুন-রঙীন
নোখ-ভাঙা এই নীল
সঙীন
তৈয়ার হেয়্
হর্দ্দম ভাই
ফার্
তে
যিগর্
শত্রুদের!
হিংসুক-দল! জোর
তুলেছি
শোধ্
তোদের!
সাবাস্
জোয়ান্!
সাবাস্!
ক্ষীণ-জীবি
ঐ জীবগুলোকে পায়ের তলেই দাবাস্-
এমনি
ক’রে রে-
এমনি
জোরে
রে-
ক্ষীণ-জীবি
ঐ জীবগুলোকে পায়ের তলেই দাবাস্!
ঐ চেয়ে দ্যাখ্
আস্
মানে
আজ
রক্ত-রবির আভাস!
সাবাস্
জোয়ান্!
সাবাস্!!
(লেফট্! রাইট্! লেফট্!)
হিংশুটে ঐ জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের,
তাই
তারা
আজ
নেস্ত-নাবুদ, আমরা মোটেই হই নি জের!
পরের মুলুক লুট
ক’রে খায় ডাকাত
তারা
ডাকাত!
তাই
তাদের
তরে
বরাদ্দ
ভাই
আঘাত
শুধু
আঘাত!
কি
বল
ভাই
শ্যাঙাত ?
হুররো
হো!
হুররো
হো!
দনুজ-দলে দ’লতে
দাদা
এমনি
দামাল
কামাল
চাই!
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
হো
হো
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
(হাবিলদার মেজর ঃ- রাইট্ হুইল্! লেফট্! রাইট্! লেফট্!
সৈন্যগণ ডানদিকে মোড়
ফিরিল|)
কুল্
মুলুকের কুষ্টি
ক’রে জোর দেখালে
ক’দিন বেশ,
মোদের
হাতে
তুর্কী-নাচন নাচলে তাধিন্
তাধিন্
শেষ!
হুররো
হো!
হুররো
হো!
বদ্-নসিবের বরাত খারাব বরাদ্দ তাই ক’রলে কি না আল্লায়,
পিশাচগুলো প’ড়ল এসে পেল্লায় এই
পাগলাদেরই পাল্লায়!
এই পাগলাদেরই পাল্লায়!
হুররো
হো!
হুররো-
ওদের
কল্লা
দেখে
আল্লা
ডরায়,
হল্লা
শুধু
হল্লা,
.
ওদের
হল্লা
শুধু
হল্লা,
এক
মুর্গির জোর
গায়ে
নেই,
ধ’রতে আসেন তুর্কী
তাজী,
মর্দ্দ
গাজী
মোল্লা!
হাঃ!
হাঃ!
হাঃ!
হেসে নাড়ীই ছেঁড়ে
বা!
হা হা হাঃ!
হাঃ!
হাঃ!
(হাবিলদার-মেজরঃ- সাবাস্ সিপাই! লেফট্! রাইট্ ! লেফট্!
সাবাস্
সিপাই!
ফের
বল
ভাই|)
ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে
জোর্
সে
সামাল
সামাল
তাই!
কামাল! তু নে
কামাল
কিয়া
ভাই!
হো হো কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
(হাবিলদার-মেজরঃ- লেফট্ হুইল! য়্যাজয়ু ওয়্যার্! রাইট্ হুইল!-
লেফট্!
রাইট্!
লেফট্!)
(সৈন্যদের আঁখির
সামনে
অস্ত-রবির আশ্চর্য রঙের
খেলা
ভাসিয়া
উঠিল।)
দেখচ কি দোস্ত্ অমন ক’রে? হৌ হৌ হৌ!
সত্যি
তো
ভাই!
সন্ধ্যেটা আজ
দেখতে
যেন
সৈনিকেরই বৌ।
শহীদ সেনার টুকটুকে বৌ
লাল-পিরাহাণ- পরা,
স্বামীর খুনের ছোপ-দেওয়া,
তায়
ডগ্
ডগে
আন্
কোরা!-
না না
না,-কলজে’ যেন টুকরো-ক’রে কাটা
হাজার
তরুণ
শহীদ
বীরের,-শিউরে উঠে গা’টা!
আসমানের ঐ সিং-দরজায় টাঙিয়েছে কোন্
কসাই!
দেখতে
পেলে
এক্ষুণি গ্যে
এই
ছোরাটা
কলজেতে
তার
বসাই!
মুন্ডুটা তার
খসাই!
গোস্বাতে আর
পাইনে
ভেবে
কি
যে
করি
দশাই!
(হাবিলদার মেজরঃ-
সাবাস্
সিপাই!
লেফট্!
রাইট্!
লেফট!)
[ঢালু পার্ব্বত্য পথ, সৈন্যগণ বুকের পিঠের নিহত ও আহত সৈন্যদের ধরিয়া
সন্তর্পণে নামিল!]
আহা কচি ভাইরা আমার রে!!
এমন
কাঁচা
জানগুলো, খান্
খান্
ক’রেছে কোন্ সে
চামার
রে?
আহা কচি ভাইগুলো আমার
রে!!
[সামনে উপত্যকা! হাবিলদার-মেজর:- লেফট্ ফর্ম্ম্|)
সৈন্য-বাহিনীর মুখ হঠাৎ বামদিকে ফিরিয়া
গেল!হাবিলদার-মেজর:-ফরওয়ার্ড!
লেফট!
রাইট্!
লেফট্!]
আসমানের ঐ আঙরাখা
খুন-খারাবীর রং-মাখা
কি
খুবসুরৎ বাঃ
রে
বা!
জোর
বাজা
ভাই
কাহার্
বা!
হোক্
না
ভাই
এ কারবালা ময়দান-
আমরা
যে
গাই
সাচ্চারই জয়
গান!
হোক্
না
এ তোর কারবালা ময়দান!!
হুররো
হো
হুররো-
[সামনে পার্ব্বত্য পথ-হঠাৎ যেন পথ হারাইয়া ফেলিয়াছে| হাবিলদার-মেজর
পথ
খুঁজতে
লাগিল|
হুকুম
দিয়া
গেলঃ-“মার্ক টাইম”! সৈন্যগণ এক
স্থানেই
দাঁড়াইয়া পা
আছড়াইতে লাগিল-]
দ্রাম্! দ্রাম! দ্রাম!
লেফট্!
রাইট্!
লেফট্!
দ্রাম্!
দ্রাম্!
দ্রাম্!
আসমানে
ঐ ভাসমান যে মস্ত
দুটো
রং-এর তাল,
একটা
নিবিড়
নীল-সিয়া আর একটা
খুবই
গভীর
লাল,-
বুঝলে ভাই! ঐ নীল সিয়াটা শত্রুদের!
দেখ্ তে নারে
কারুর
ভালো,
তাইতো
কালো
রক্ত-ধারার বইছে শিরায়
স্রোত
ওদের
|
হিংস্র
ওরা
হিংস্র
পশুর
দল!
গৃধু ওরা, লুব্ধ-ওদের লক্ষ্য অসুর
বল-
হিংস্র
ওরা
হিংস্র
পশুর
দল!
জালিম
ওরা
অত্যাচারী!
সার জেনেছে সত্য
যাহা
হত্যা
তারই!
জালিম
ওরা
অত্যাচারী!
সৈনিকের এই
গৈরিকে
ভাই-
জোর
অপমান
ক’রলে ওরাই,
তাই
তো
ওদের
মুখ
কালো
আজ,
খুন
যেন
নীল
জল!-
ওরা
হিংস্র
পশুর
দল!
ওরা
হিংস্র
পশুর
দল!!
[হাবিলদার-মেজর পথ খুঁজিয়া ফিরিয়া অর্ডার দিল|ঃ-ফরওয়ার্ড! লেফট্ হুইল-
সৈন্যগণ আবার
চলিতে
লাগিল-লেফট্! রাইট! লেফট্!]
সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হ’ল মরে!
তোদের মতন পিঠ
ফেরে
নি
প্রাণটা হাতে
ক’রে,-
ওরা
শহীদ
হ’ল ম’রে!
পিটনি
খেয়ে
পিঠ
যে
তোদের
টিট্
হ’য়েছে! কেমন!
পৃষ্টে তোদের বর্শা
বেঁধা,
বীর
সে
তোরা
এমন!
মুর্দ্দারা সব
যুদ্ধে
আসিস্!
যা
যা!
খুন
দেখেছিস্ বীরের?
হা
দেখ্
টক্
টকে
লাল
কেমন
গরম
তাজা!
[বলিয়াই কটিদেশ
হইতে
ছোরা
খুলিয়া
হাতের
রক্ত
লইয়া
দেখাইল]
মুর্দ্দারা সব যা যা!!
এঁরাই
বলেন
হবেন
রাজা!
আরে
যা
যা!
উচিত
সাজা
তাই
দিয়েছে
শক্ত
ছেলে
কামাল
ভাই!
[ হাবিলদার-মেজরঃ- সাবাস সিপাই!]
এই তো চাই! এই তো চাই!
থাকলে
স্বাধীন সবাই
আছি,
নেই
তো
নাই,
নেই
তো
নাই!
এই
তো
চাই!!
[কতকগুলি লোক অশ্রু পূর্ণ নয়নে এই দৃশ্য দেখিবার জন্য ছুটিয়া আসিতেছিল,
তাহাদের দেখিয়া
সৈন্যগণ আরও
উত্তেজিত হইয়া
উঠিল!]
মার
দিয়া
ভাই
মার্
দিয়া!
দুশমন্
সব
হার্
গিয়া!
কিল্লা
ফতে
হো
গিয়া!
পরওয়া
নেহি
, যা’নে দো ভাই
যো
গিয়া!
কিল্লা
ফতে
হো
গিয়া!
হুররো
হো!
হুররো
হো!
[হাবিলদার-মেজরঃ-সাবাস্ জোয়ান! লেফট্! রাইট্!]
জোর্’সে চলো পা মিলিয়ে,
গা
হেলিয়ে,
এমনি
ক’রে হাত দুলিয়ে!
দাদরা
তালে
‘এক
দুই
তিন’
পা
মিলিয়ে
ঢেউ-এর মতন যাই!
আজ
স্বাধীন এ দেশ! আজাদ মোরা
বেহেশ্
তও
না
চাই!
আর
বেহেশতও না
চাই!!
[হাবিলদার-মেজরঃ-সাবাস্ সিপাই!! ফের বল ভাই!]
ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে
জোর্
সে
সামাল
সামাল
তাই!
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
হো
হো
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
[সৈন্যদল এক নগরের পার্শ্ব দিয়া চলিতে লাগিল| নগর-বাসিনীরা ঝরকা হইতে মুখ বাড়াইয়া
এই
মহান
দৃশ্য
দেখিতেছিল; তাহাদের চোখ-মুখ আনন্দাশ্রুতে আপ্লুত|
আজ
বধুর
মুখের
বোরকা
খুলিয়া
পড়িয়াছে| ফুল
ছড়াইয়া হাত
দুলাইয়া তাহারা
বিজয়ী
বীরদের
অভ্যর্থনা
করিতেছিল| সৈন্যগণ চীত্কার করিয়া
উঠিল|]
ঐ শুনেছিস্? ঝরকাতে সব বলছে ডেকে বৌ-দলে,
“কে বীর তুমি?
কে
চলেছ
চৌদলে?”
চিনিস্
নে
কি?
এমন
বোকা
বোনগুলি সব!-কামাল এ যে
কামাল!!
পাগলী
মায়ের
দামাল
ছেলে!
ভাই
যে
তোদের!
তা
না
হ’লে কার হবে
আর
রৌশন
এমন
জামাল?
কামাল
এ যে কামাল!
উড়িয়ে দেবো পুড়িয়ে দেবো
ঘর-বাড়ী সব সামাল!
ঘর-বাড়ী সব সামাল!
আজ আমাদের খুন
ছুটেছে,
হোশ
ঠুটেছে|
ডগ্
মগিয়ে
জোশ
উঠেছে|
সামনে
থেকে
পালাও!
শোহরত দাও নওরাতি
আজ!
হর্
ঘরে
দীপ
জ্বালাও!
সামনে
থেকে
পালাও!
যাও
ঘরে
দীপ
জ্বালাও!!
[হাবিলদার-মেজরঃ-লেফ্ ট ফর্ম্ম! লেফট্ রাইট্! লেফট্!-ফরোয়ার্ড!)
বাহিনীর মুখ হঠাৎ বামদিকে ফিরিয়া গেল| পার্শ্বেই পরিখার সারি| পরিখা-ভর্তি নিহত সৈন্যের
দল
পচিতেছে এবং
কতকগুলি অ-সামরিক নগরবাসী তাহা
ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া চলিতেছে!]
ইস্! দেখেছিস্! ঐ কা’রা ভাই সামলে চলেন পা,
ফ’সকে মরা আধ-মরাদের মাড়িয়ে ফেলেন
বা!
ও তাই শিউরে ওঠে
গা!
হাঃ
হাঃ
হাঃ!
ম’রলো যে সে
ম’রেই গেছে,
বাঁচলো
যারা
রইল
বেঁচে!
এই
তো
জানি
সোজা
হিসাব!
দুঃখ
কি
আর
আঃ?
মরায় দেখে ডরায়
এরা!
ভয়
কি
মরায়?
বাঃ!
হাঃ
হাঃ
হাঃ
হাঃ!
[সন্মুখে সঙ্কীর্ণ ভগ্ন সেতু| হাবিলদার মেজর অর্ডার দিলেন-“ফর্ম্ম ইনটু সিঙ্গল লাইন!”
এক
একজন
করিয়া
বুকের
পিঠের
নিহত
ও আহতদের চাপিয়া ধরিয়া
অতি
সন্তর্পনে
“শ্লো মার্চ্চ” করিয়া
পার
হইতে
লাগিল|]
সত্যি কিন্তু ভাই!
যখন
মোদের
বক্ষে
বাঁধা
ভাইগুলির এই
মুখের
পানে
চাই-
কেমন
সে
এক
ব্যথায়
তখন
প্রাণটা কাঁদে
যে
সে!
কে
যেন
দুই
বজ্র-হাতে চেপে ধরে
কলজেখানা পেষে!
নিজের
হাজার
ঘায়েল
জখম
ভুলে’
তখন
ডুকরে
কেন
কেঁদেও
ফেলি
শেষে!
কে
যেন
ভাই
কলজেখানা পেষে!!
ঘুমোও
পিঠে,
ঘুমোও
বুকে,
ভাইটি
আমার,
আহা!!
বুকে
যে
ভরে
হাহাকারে যতই
তোরে
সাব্বাস দিই,
যতই
বলি
বাহা!
লক্ষীমণি ভাইটি
আমার,
আহা!!
ঘুমোও
ঘুমোও
মরণ-পারের ভাইটি আমার,
আহা!!
অস্ত-পারের দেশ
পারায়ে
বহুৎ
সে
দূর
তোদের
ঘরের
রাহা,
ঘুমোও এখন ঘুমোও
ঘুমোও
ভাইটি
ছোট
আহা!
মরণ-বধূর লাল রাঙা
বর!
ঘুমো!
আহা,
এমন
চাঁদমুখে তোর
কেউ
দিল
না
চুমো!
হতভাগা
রে!
ম’রেও যে তুই
দিয়ে
গেলি
বহুৎ
দাগারে!
তরুণ
জীবন
এমনি
গেল,
একটি
রাতও
পেলিনে
রে
বুকে
কোনো
প্রিয়ায়!
তরুন
খুনের
তরুন
শহীদ!
হতভাগা
রে!
ম’রেও যে তুই
দিয়ে
গেলি
বহুৎ
দাগা
রে
!
তাই
যত
আজ
লিখনে-ওয়ালা তোদের মরণ,
ফূর্ত্তি-সে
জোর
লেখে
এক লাইনে দশ
হাজারের মৃত্যু
কথা!
হাসি
রকম
দেখে!
খবর
বেরোয়
দৈনিকে,
আর একটি কথায়
দুঃখ
জানান,
“জোর
ম’রেছে দশটা হাজার
সৈনিকে!”
আঁখির
পাতা
ভিজলো
কি
না
কোনো
কালো
চোখের,
জানলো না হায়
এ-জীবনে ঐ সে
তরুণ
দশটি
হাজার
লোকের!
প’চে মরিস্
পরিখাতে, মা-বোনেরাও শুনে বলে ‘বাহা’!
সৈনিকেরই সত্যিকারের ব্যথায় ব্যথী কেউ
কি
রে
নেই?
আহা!-
আয়
ভাই
তোর
বৌ
এলো
ঐ সন্ধ্যা মেয়ে রক্ত চেলী
পরে,
আঁধার-শাড়ী প’রবে এখন প’শরে যে তোর
গোরের
বাসর-ঘরে!-
ভাবতে
নারি,
গোরের
মাটি
ক’রবে মাটি এ মুখ কেমন ক’রে-
সোনা
মানিক
ভাইটি
আমার
ওরে!
বিদায়-বেলায় আরেকটিবার দিয়ে
যা
ভাই
চুমো!
অনাদরের ভাইটি
আমার!
মাটীর
মায়ের
কোলে
এবার
ঘুমো!!
[নিহত সৈন্যদের নামাইয়া রাখিয়া দিয়া সেতু পার হইয়া আবার জোর মার্চ্চ করিতে করিতে
তাহাদের রক্ত
গরম
হইয়া
উঠিল|]
ঠিক ব’লেছ দোস্ত তুমি!
চোস্ত
কথা!
আয়
দেখি
তোর
হস্ত
চুমি!
মৃত্যু
এরা
জয়
ক’রেছে কান্না কিসের?
আব্-জম্-জম্ আনলে
এরা,
আপনি
পিয়ে
কলসী
বিষের!
কে
ম’রেছে? কান্না কিসের?
বেশ
ক’রেছে!!
দেশ
বাঁচাতে আপনারি
জান
শেষ
ক’রেছে!!
বেশ
করেছে!!
শহীদ
ওরাই
শহীদ!
বীরের
মতন
প্রাণ
দিয়েছে
খুন
ওদেরি
লোহিত!
শহীদ
ওরাই
শহীদ!!
[এইবার তাহাদের তাম্বু দেখা গেল| মহাবীর আনোয়ার পাশা বহু সৈন্য সামন্ত ও সৈনিকের
আত্মীয়-স্বজন লইয়া বিজয়ী
বীরদের
অভ্যর্থনা করিতে
আসিতেছেন দেখিয়া
সৈন্যগণ আনন্দে
আত্মহারা হইয়া
“ডবল
মার্চ্চ” করিতে
লাগিল|]
হুররো হো!
হুররো
হো!!
ভাই-বেরাদর পালাও
এখন!
দূর্
রহো!
দূর
রহো!!
হুররো
হো!
হুররো
হো!
[কামাল পাশাকে কোলে লইয়া নাচিতে লাগিল|]
হৌ হৌ হৌ! কামাল জিতা রও!
কামাল
জিতা
রও!
ও কে আসে? আনোয়ার
ভাই?-
আনোয়ার
ভাই!
জানোয়ার সব
সাফ্!!
জোর
নাচো
ভাই!
হর্দ্দম্ দাও
লাফ্!
আজ
জানোয়ার সব
সাফ্!
হুররো
হো!
হুররো
হো!!
সবকুছ্ আব্ দূর্ রহো!-হুররো হো! হুররো হো!!
রণ
জিতে
জোর
মন
মেতেছে!-
সালাম
সবায়
সালাম!-
নাচনা
থামা
রে!
জখমী
ঘায়েল
ভাইকে
আগে
আস্তে
নামা
রে!
নাচ্
না
থামা
রে!
[আহতদের নামাইতে নামাইতে]
কে ভাই? হাঁ, হাঁ, সালাম!
-ঐ শোন্
শোন্
সিপাহ্-সালার কামাল-ভাই-এর কালাম!
[সেনাপতির অর্ডার
আসিল]
“সাবাস্! থামো! হো হো!
সাবাস্!
হল্ট্!
এক!
দো!!”
[এক নিমেষে সমস্ত কলরোল নিস্তব্ধ হইয়া গেল! তখনো কিন্তু তারায় তারায় যেন ঐ বিজয়-
গীতির
হারা-সুর বাজিয়া বাজিয়া
ক্রমে
ক্ষীণ
হইতে
ক্ষীণ
তর
হইয়া
মিলিয়া
গেল।]
ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই!
অসুর-পুরে শোর উঠেছে
জোর্
সে
সামাল
সামাল
তাই!
কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
হো হো কামাল!
তু
নে
কামাল
কিয়া
ভাই!
Kemal Pasha
(Original: Kemal Pasha)
Kazi Nazrul Islam
Translation: Mohammad Nurul Huda
[An autumn evening. The sky is blood-smeared like the field of Karbala. The Greek Army has been completely defeated in the fierce battle fought that day. Most of the Greek soldiers are lying wounded in the battle-field, the rest running away to save themselves. The Commander-in-Chief of Turkish National Armed Force. Kemal Pasha is. triumphantly returning to his camp from war-field. He is surrounded by his victorious army. Every soldier is rejoicing, though none is without some wounds somewhere in his body. Each of them is also carrying one or two dead or wounded friends who fought by his side.
Red caps hung on their bayonets, a group of soldiers are carrying on their shoulder Kemal Pasha, who is seated on a choudul or wooden chair. Their slogans are heard frpm far-off Their eyes full of tears for the victory they have achieved.
Then the soldiers proceed in rows. Havilder-Major prepares to parade them. The frenzied soldiers sing loudly repeating a refrain in chorus hailing - Kemal. the architect of an unprecedented victory that saved Turkey from ruination.
Written in 1921, Kemal Pasha is perhaps the earliest poem written in any language on the great architect of modern Turkey. It is one of the finest dramatic poems ever written in Bengali. The English version given below is somewhat a literal translation, but the amazing music in original Bengali text could not be produced in English. However, it gives the central message of the poem hailing Kemal Ata Turk as the great Saviour of the Turkish people in their victory over the Greek occupants.]
Brother Kemal, the desperate son of a frenzied mother
Has gone furious; so the devils'
dens are full of hue and cry
Looking for self-protection
everywhere;
Kemal, what a wonder you've worked!
Ho Ho Kemal, what a wonder you've
worked!
[Then the Havilder-Major orders a quick March}
Left Right Left: Left Right Left.
Left Right Left: Left Right Left.
[The soldiers again sing in chorus]
Brother KemaI, the desperate son of a frenzied mother
Has gone furious: so the devils'
dens are full of hue and cry
Looking for self-protection
everywhere;
Kemal, what a wonder you've worked!
Ho Ho KemaI, what a wonder you've
worked!
[Havilder-Major.. Left! Right!]
Bravo brother!
Bravo to your sharpened sword.
You have sent all your enemies to
Hades
in one clean sweep.
Tell me now, who is there on earth
not afraid of Turkish sword?
[Left! Right! Left!]
Well done, brother, well done!
The coward foes are completely done!
Well done, brother, well done!
Hurrah Ho!
Hurrah Ho!
To sail over the invading aggressor |
We need, indeed, a dashing Kemal; a
terror.
Kemal,what a wonder you've worked!
Ho Ho Kemal, what a wonder you've
worked!
[Havilder-Major says Bravo to soldiers. Left! Right! Left!]
Besmearing red-crimson blood from head to toe
Who listens to peace-message of
war-shy cowards, -- who?
Reddenned with Pindarees' blood
This blue bayonet, sharp and hard,
Born ready to pierce the heart of a
foe.
O the envious ones! You are avenged upon, quickly hit.
Bravo soldiers! Bravo!
Trample all those mortal creatures
under your feet.
With such a course
With such a force
Trample all those mortal creatures
under your feet.
Look, there signals in the sky a
blood-red sun, with rays and heat.
Bravo soldiers! Bravo!
[Left! Right! Left!]
The envious ones have drowned the goodwill of soldiers
Hence they are completely crushed,
victory being ours.
Those who loot other's land are plunderers.
Hence they are destined to receive
blows and scars.
What do you say, comrades of ours?
Hurrah Ho!
Hurrah Ho'
We need such a mighty Kemal to crush
the devilish foe.
Kemal, what a wonder you've worked!
Ho Ho Kemal, what a wonder you've
worked!
[Havilder-Major: Right wheel! Left! Right! Left!
Soldiers turn right]
Capturing a tree people, subjugating a free land,
Not caring for the world, you have
shown, for a time,
might and strength,
But at the end. you too danced a
Turkish dance at our hand.
Hurrah Ho! Hurrah Ho!
The ill-starred have lost their
luck; Allah so decreed their lot.
With such a frenzied band they
fought.
Hurrah Ho! Hurrah Ho!
Even Allah is frightened, looking at
your uncouth mouths, who shout!
They shout, and shout,
Not a hen's strength in their body,
yet they bet with Turkish horses,
Ah!
Men conqueror Mollah.
Ha Ha Ha!
Laughter seems to tear my veins, Ha!
Ha Ha Ha!Ha:! Ha:!
[Havilder-Major says Bravo to soldiers! Left! Right!
Left! Bravo Soldiers! Say again,
Bravo!]
Brother Kemal, the desperate son of a frenzied mother
Has gone furious; so the devils'
dens are full of hue and cry.
Looking for self-protection everywhere;
Kemal, what a wonder you've worked!
Ho Ho! Kemal, what a wonder you've
worked!
[Havilder-Major.. Left wheel. As you were! .. Right wheel!
Left! Right! Left! ]
[Fantastic clolour play of setting sun flashed before the eyes of soldiers.]
Why you look with rapt attention, comrades! Ho Ho Ho!
That's right brother! The evening
looks like soldier's bride, a doe!
A martyr's bride clad in crimson
attire
Besmeared with fresh blood of her
husband dear! --
No no no, -- as if livers are sliced
into pieces, the livers,
Of thousands of fallen heroes -- the
body shivers!
Who is that butcher, who hangs the
pieces on the grand gate of sky?
I would stab him at his chest, the
butcher! fie!
I would chop his head!
I don't know what to do next, I'm so
enraged!
[Havilder-Major -- Bravo soldiers! Left! Right! Left!]
[The mountain.-pass 3ith slopes appear. Soldiers go ahead carrying the
dead soldiers and helping the
wounded ones]
O my young brothers!
Who is that butcher who slices out
the tender young hearts'?
O my young brothers!
[A valley ahead. Havilder-Major.. Left form! Suddenly the soldiers
turn their faces towards left.
Havilder-Major.. Forward! Left!
Right! Left!]
The dress of sky at our sight
Coloured brilliantly with the blood
of fight!
So beautiful so great Beat loud and
deep the trumpet
Whatever it may be, brother, a
Karbala maidan!
We sing of truth, its anthem
Hurrah Ho
Hurrah --
[The mountain-pass ahead. They seem to have lost directions. Havilder-Major
tried' to trace out right direction.
Then he orders: 'Man Time'.
Soldiers stand firm and start
striking at the ground with their feet. ] .
Drum! Drum! Drum!
Left! Right! Left!
Drum! Drum! Drum!
In the sky two big balls of colours floated
One is deep blue, the other deep
red.
Borther, the deep blue one belongs
to enemy
Who never wishes well of any,
And black blood flows through their
veins only
They are fierce, they are beastly.
They are greedy, malicious, they, the band of devils
The ferocious, the band of beasts
and devils!
They are tyrant and oppressive
Killing the truth is their only
motive
They are tyrant and oppressive!
They defamed the calling of soldiers
I
nsulting themselves, not others.
So they are black-faced demons, their
blood resembling blue water!
Ferocious band of beasts they are!
[Havilder-Major discovers directions. He then orders.. Forward! Left wheel--
soldiers again start moving -- Left!
Right!Left! ]
True fighters have sacrificed their lives, and the fake
And the coward have shown their back
--
True fighters are, indeed, martyrs!
Conceding heavy blows the coward's back are full of scars
Such warriors they are
that their backs are pierced with
spears.
Dead-in-life come to fight? Go to
hell!
Haven't you seen a hero's blood?
It's warm and red.
You dead-in-life, go to hell!
[So saying, they take out blood by their daggers and show the same]
And they say, they shall become king
Go to hell conceding the beating
Given by Kemal, a martial king.
[Havilder-Major.. Bravo soldiers.}
This is all we want, nothing more!
Living means to live free, nothing
more!
All we want is this much, nothing
more!
[Some people are seen approaching them running.
Their eyes are full of tears looking
at the scene.
This made the soldiers further
excited.}
We have done it, brother, done it.
The enemies have fled away on their
feet
And the fort is freed. Why repent?
Gone is, what is gone. The fort is
freed.
Hurrah Ho!
Hurrah Ho!
[Havilder-Major: Bravo fighters! Left! Right!]
Step steadily, move apace
Inclining all your bodies
And waving all your hands!
Moving in quick martial tune, making
steps one two three
Let us walk like waves of a sea.
We no more want a paradise even, now
that the land is free.
Heaven we don't want, we're free.
[Havilder-Major: Bravo soldiers! Say again. O brothers!]
Brothcr Kemal, the desperate son of a frenzied mother
Has gone furious: so the devils'
dens are full of hue and cry
Looking for self-protection
everywhere;
Kemal, what a wonder you've worked!
Ho Ho Kemal, what a wonder you've
worked!
[The squad passes by a city. Women are casting looks through their veils; their eyes
full of tears of jov. Even the newly
wedded brides' shower flowers
welcoming the victorious soldiers.]
Don't you hear them., the band of brides under veils, enquiring
About him, on a wooden chair,
riding'?
Don't you know him? So foolish sisters all you are! He is Kemal,
Kemai, he is
The intrepid son of a frenzied
mother!
Your brother he is.
Kemal, yes. Kemal he is.. .
Who else could have so majestic
mien?- Kemal he is.
Homes and abodes might be blown and burnt, take care
Of your habitats, take care.
Our blood is boiling, we are bereft
of consciousness,
We are excited and furious! Get away
from us!
It's our gala night! Kindle flames
in every house, everywhere.
Get away from us.
Kindle flames in every house, far
and near.
[Havilder-Major: Left form! Left! Right! Left! Forward
Look around! make steps with caution
Lest you trample the dead in your
motion!
We shiver seeing the dead
Ha Ha ha!
Those who have died are, indeed,
dead.
The survivors live well and fed.
That's the simple equation we know;
why sorry?
They fear seeing the dead. Don't get
lost, don't worry.
Ha Ha Ha.
[A narro}v and broken bridge ahead. Havilder-Major orders: '
Form into a single line'. The
soldiers start crossing the bridge marching slow!;
They held the dead and wounded
friends with care fostering them
with their backs and breasts.]
True, indeed, O my brother!
As we look at the dead comrades,
fastened who are
With our breasts, our souls weep for
the derailed.
A thunder-hand tortures our souls,
makes them sad.
Forgetting all our wounds, we break
into tears,
Our souls hard-pressed, souls with
scars!
Sleep on, brothers, sleep on our backs and breasts.
Alas! Our souls are full of sighs,
though we praise you thus,
Though we say, well done!
My good brothers, well done!
Sleep on, do sleep, in hades,
O my brothers on the other side of
setting sun.
Far-off is your destination, across the land of setting sun
Sleep on, my brothers dear and never
turn.
O the red bridegroom of death-bride,
sleep on.
Alas, your shining moonface nobody
kissed on.
O the wretched!
Even on death you have left behind
an endless void
In some soul, longing to bloom from
human-bud!
Your youth passed in vain, not
hugging for a night your beloved.
O the young martyrs of sunny blood!
O the wretched!
Even on death you have lett behind
an endless void.
So the writers take pens in praise
of pleasure of death.
In one line they tell about one
million dead, so I smile, in fact.
When their dogs die, they justify
their martyrdom,
News flash out in headlines;
But in one line they mourn the
soldiers,
ten thousand have given their
lives'.
None of one million youths knew if some black eye-lid
Got wet with tears, if somebody paid
them heed.
They die and rot in ditches, their
mothers and sisters praise them, 'Great'!
Alas! Who on earth sympathises with them in the truest?
Comrade! Your bride who comes along,
an evening girl,
in blood-red attire,
Wears the sari of darkness to enter
the grave, her bridal chamber.
I can't think of your face turning
dust by the dust of grave
O my brothers golden, nothing I can
save.
Before final going, kiss us once again,
O my neglected brother Then have
slumber on the lap of eternal mother.
[They cross the bridge deposting the bodies of their dead comrades on the ground of motherland. Their blood boil in agitation, they marched on]
Rightly spoken, O my friend
The truth! Let me kiss your hand.
Death they have conquered, why then
weep on'?
Ab-Jam-Jam they brought, drinking
from the pitcher of poison.
Who died'? Why you weep and fuss'?
Well they have done.
To save the country they gave their
lives precious.
So they are true martyrs!
The true heroes have sacrificed
themselves in blood-attires.
They are true martyrs!
[They see the camp. The great hero Anwar Pasha advances with his army to recieve the conqueror: Seeing this the soldiers are overwhelmed with joy and start 'Double March'.]
Hurrah Ho!
Hurrah Ho!
Brothers and friends- keep aloof.
Hurrah Ho!
Hurrah Ho!
[The soldier" also start dancing with Kemal Pasha on their shoulders.]
Hou Hou Hou! Long live Kemal, live long!
Kemal, live long!
Who comes near'? Brother Anwar'?
Anwar O brother! Demons are all
crushed,
Dance fiercely now! Jump here and
there,
Now all the beasts are clear
crushed.
Hurrah Ho!
Hurrah Ho!
Things are still far-off! -- Hurrah Ho! Hurrah Ho!
Winning the war our souls are
expanded much, Salam to you all.
Stop, O stop your dance!
Softly place the wounded ones on
ground. Hence,
Stop your dance.
[While placing the wounded]
Brothers there? Yea, Salam to all. Salam!
Lend your ears to Commander Kemal,
Kalam!
[The Commander gives his order]
Bravo! Stop! Ho! Ho!
Bravo! Halt! One! Two!
[In no time all the commotion comes to an end. But the refrain of
victory keeps vibrating far into the
horizon before melting down
into an endless azure space]
Brother Kemal, the desperate son of a frenzied mother
Has gone furious: so the devils'
dens are full of hue and cry
Looking for self-protection
everywhere;
Kemal, what a wonder you've worked!
Ho Ho Kemal, what a wonder you've
worked
Courtesy: Mohammad Nurul Huda. Poetry of Kazi Nazrul Islam in English Translation [Dhaka: Nazrul Institute, 2000). pp. 55-64.