নিষ্করুণভাবে ছোট্ট
এইটুকু
পৃথিবীতে
বাস করত
এক ছোট্ট এইটুকু মানুষ।
তার ছিলো একটা ছোট্ট
এইটুকু
কাজ।
আর খুবই ছোট্ট
এইটুকু
থলি।
মাস গেলে পেত এইটুকু
একটু মাইনে......
কিন্তু একদিন
এক ফুটফুটে সকালে
তার জানালায়
টোকা পড়লো।
তাকে ডেকে নিয়ে গেলো ছোট্ট
এইটুকু
যুদ্ধু
কিংবা
হয়ত সেই রকমি তার মনে হয়ে থাকবে।
তাকে দেয়া হল একটা ছোট্ট
এইটুকু
কামান
একজোড়া ছোট্ট
এইটুকু
বুট।
মাথায় পরবার একটা ছোট্ট
এইটুকু
টুপি
গায়ে দেবার একটা ছোট্ট
এইটুকু মাপের
ওভারকোট।...
...আর যখন সে মাটিতে পড়ে গেল
বিচ্ছিরিভাবে, অন্যায়ভাবে
আক্রমণের রণধ্বনিতে
দাঁতমুখ খিঁচিয়ে
টলটলে শিশিরের মাথা ছাড়িয়ে
জ্বলজ্বল করতে থাকত তার মুখচ্ছবি...
কিন্ত সারা পৃথিবী ঢুঁড়েও
তার জন্যে
এমন পাথর খুঁজে পাওয়া গেল না
যা দিয়ে
জীবনের মত বড়
তার কোন প্রমাণসই মূর্তি খাড়া করা যায়।
এইটুকু
পৃথিবীতে
বাস করত
এক ছোট্ট এইটুকু মানুষ।
তার ছিলো একটা ছোট্ট
এইটুকু
কাজ।
আর খুবই ছোট্ট
এইটুকু
থলি।
মাস গেলে পেত এইটুকু
একটু মাইনে......
কিন্তু একদিন
এক ফুটফুটে সকালে
তার জানালায়
টোকা পড়লো।
তাকে ডেকে নিয়ে গেলো ছোট্ট
এইটুকু
যুদ্ধু
কিংবা
হয়ত সেই রকমি তার মনে হয়ে থাকবে।
তাকে দেয়া হল একটা ছোট্ট
এইটুকু
কামান
একজোড়া ছোট্ট
এইটুকু
বুট।
মাথায় পরবার একটা ছোট্ট
এইটুকু
টুপি
গায়ে দেবার একটা ছোট্ট
এইটুকু মাপের
ওভারকোট।...
...আর যখন সে মাটিতে পড়ে গেল
বিচ্ছিরিভাবে, অন্যায়ভাবে
আক্রমণের রণধ্বনিতে
দাঁতমুখ খিঁচিয়ে
টলটলে শিশিরের মাথা ছাড়িয়ে
জ্বলজ্বল করতে থাকত তার মুখচ্ছবি...
কিন্ত সারা পৃথিবী ঢুঁড়েও
তার জন্যে
এমন পাথর খুঁজে পাওয়া গেল না
যা দিয়ে
জীবনের মত বড়
তার কোন প্রমাণসই মূর্তি খাড়া করা যায়।
No comments:
Post a Comment