গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে।
গাছ না গাছের প্রেতচ্ছায়া।
আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল
শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া---
রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ।
লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল-বাকল নেই;
নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি,
এক বিন্দু সরসের সম্ভাবনা।
ঐ পথ দিয়ে জরুরী দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে।
ড্রাইভার বল্লে, 'ওদিকে যাব না।
দেখছেন না ছন্নছাড়া ক'টা বেকার ছোকরা
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
চোঙা প্যান্ট, চোখা জুত, রোখা মেজাজ, ঢোকা কপাল।
ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে।
বলবে হাওয়া খাওয়ান।'
কারা ওরা?
চেনেন না ওদের?
ওরা বিরাট এক নৈরাজ্যের
এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই।
ধীত নেই, ভীত নেই, রীতি নেই, নীতি নেই,
আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই,
শ্লীলতা শালীনতা নেই।
ঘেঁষবেন না ওদের কাছে।
কেন নেই?
ওরা যে নেই রাজ্যের বাসিন্দে।
ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই,
কারখানায় কাজ নেই, ট্রামে-বাসে জায়গা নেই,
মেলায়-খেলায় টিকেট নেই, হাসপাতালে বেড নেই,
বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই,
অনুসরণ করার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই।
ওদের জন্য সম্ভাষণে কারোর দরদ নেই।
ঘরে-বাইরে উদাহরণ যা আছে
তা ক্ষুধাহরণের সুধা ক্ষরণের উদাহরণ নয়
তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ।
শুধু নিজের দিকে ঝোল টানা।
এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক,
তাও দিয়েছে লোপাট করে।
তাই এখন এসে পথে দাঁড়িয়েছে, সড়কের মাঝখানে।
কোত্থেকে আসছে--- সেই অতীতের স্মৃতি নেই,
কোথায় দাঁড়িয়ে আছে--- সেই বর্তমানের গতি নেই,
কোথায় চলেছে--- নেই সেই ভবিষ্যতের ঠিকানা।
সেচহীন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ,
একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তুপ।
আমি বললুম, 'না আমি ওখান দিয়েই যাব।
ওখান দিয়েই আমার শটকাট।'
ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম,
'তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই?'
'আরে এইতো ট্যাক্সি--- এইতো ট্যাক্সি-লে হালুয়া।'
স-উল্লাসে চেঁচিয়ে সিটি দিয়ে উঠলো,
'পেয়ে গেছি, পেয়ে গেছি--- চল পানসি বেল ঘড়িয়া।'
তিন তিনটি ছোকরা উঠে পড়লো গাড়িতে।
বললুম, 'কদ্দুর যাবে?'
এই কাছেই, ঐ দেখতে পাচ্ছেন না ভিড়।
সিনেমা!
না।
জলসা!
না। নয় কোন ফিল্মি তারকার অভ্যর্থনা।
একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে।
চাপা দিয়ে গাড়িটা উধাও।
আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে।
আমরা খালি ট্যাক্সি খুঁজছি।
কে সেই লোক? কে চাপা পড়েছে?
একটা বেওয়ারিশ ভিখিরি।
রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে।
ওর কেউ নেই, কিছু নেই।
শোবার জন্য ফুটপাত আছে তো
মাথার উপর ছাদ নেই,
ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো
তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো।
রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে
ওরা পাঁজা করে কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল।
চেঁচিয়ে উঠলো শমশরে, আনন্দে ঝংকৃত হয়ে,
'প্রাণ আছে, এখনো প্রাণ আছে।'
রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালিনতাকে বাঁচাতে গিয়ে
আমি নেমে পড়লুম তাড়াতাড়ি।
তারপর সহসা শহরের সমস্ত কর্কশে---
কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে কাঠে পীঠে পাথরে
দেয়ালে-দেয়ালে বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ।
এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ-ধ্বনি।
'প্রাণ আছে, প্রাণ আছে।'
প্রাণ থাকলে স্থান আছে, মান আছে,
সমস্ত বাঁধা নিষেধের বাইরেও আছে
অস্তিত্বের অধিকার।
ফিরে আসতেই দেখি
গলির মোড়ে সেই শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে
বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা,
মর্মরিত হচ্ছে বাতাসে।
দেখতে-দেখতে গুচ্ছে-গুচ্ছে উতলে উঠেছে ফুল
ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ।
উড়ে এসেছে রঙ-বেরঙের পাখি
শুরু করেছে কলকণ্ঠে কাকলি।
ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে দীর্ঘ ছায়া
যেন কোন শ্যামল আত্মীয়তা।
অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম
কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন।
প্রাণ আছে, প্রাণ আছে।
শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ।
এক ক্ষয়হীন আশা।
এক মৃত্যুহীন মর্যাদা।
গাছ না গাছের প্রেতচ্ছায়া।
আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল
শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া---
রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ।
লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল-বাকল নেই;
নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি,
এক বিন্দু সরসের সম্ভাবনা।
ঐ পথ দিয়ে জরুরী দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে।
ড্রাইভার বল্লে, 'ওদিকে যাব না।
দেখছেন না ছন্নছাড়া ক'টা বেকার ছোকরা
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
চোঙা প্যান্ট, চোখা জুত, রোখা মেজাজ, ঢোকা কপাল।
ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে।
বলবে হাওয়া খাওয়ান।'
কারা ওরা?
চেনেন না ওদের?
ওরা বিরাট এক নৈরাজ্যের
এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই।
ধীত নেই, ভীত নেই, রীতি নেই, নীতি নেই,
আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই,
শ্লীলতা শালীনতা নেই।
ঘেঁষবেন না ওদের কাছে।
কেন নেই?
ওরা যে নেই রাজ্যের বাসিন্দে।
ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই,
কারখানায় কাজ নেই, ট্রামে-বাসে জায়গা নেই,
মেলায়-খেলায় টিকেট নেই, হাসপাতালে বেড নেই,
বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই,
অনুসরণ করার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই।
ওদের জন্য সম্ভাষণে কারোর দরদ নেই।
ঘরে-বাইরে উদাহরণ যা আছে
তা ক্ষুধাহরণের সুধা ক্ষরণের উদাহরণ নয়
তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ।
শুধু নিজের দিকে ঝোল টানা।
এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক,
তাও দিয়েছে লোপাট করে।
তাই এখন এসে পথে দাঁড়িয়েছে, সড়কের মাঝখানে।
কোত্থেকে আসছে--- সেই অতীতের স্মৃতি নেই,
কোথায় দাঁড়িয়ে আছে--- সেই বর্তমানের গতি নেই,
কোথায় চলেছে--- নেই সেই ভবিষ্যতের ঠিকানা।
সেচহীন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ,
একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তুপ।
আমি বললুম, 'না আমি ওখান দিয়েই যাব।
ওখান দিয়েই আমার শটকাট।'
ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম,
'তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই?'
'আরে এইতো ট্যাক্সি--- এইতো ট্যাক্সি-লে হালুয়া।'
স-উল্লাসে চেঁচিয়ে সিটি দিয়ে উঠলো,
'পেয়ে গেছি, পেয়ে গেছি--- চল পানসি বেল ঘড়িয়া।'
তিন তিনটি ছোকরা উঠে পড়লো গাড়িতে।
বললুম, 'কদ্দুর যাবে?'
এই কাছেই, ঐ দেখতে পাচ্ছেন না ভিড়।
সিনেমা!
না।
জলসা!
না। নয় কোন ফিল্মি তারকার অভ্যর্থনা।
একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে।
চাপা দিয়ে গাড়িটা উধাও।
আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে।
আমরা খালি ট্যাক্সি খুঁজছি।
কে সেই লোক? কে চাপা পড়েছে?
একটা বেওয়ারিশ ভিখিরি।
রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে।
ওর কেউ নেই, কিছু নেই।
শোবার জন্য ফুটপাত আছে তো
মাথার উপর ছাদ নেই,
ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো
তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো।
রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে
ওরা পাঁজা করে কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল।
চেঁচিয়ে উঠলো শমশরে, আনন্দে ঝংকৃত হয়ে,
'প্রাণ আছে, এখনো প্রাণ আছে।'
রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালিনতাকে বাঁচাতে গিয়ে
আমি নেমে পড়লুম তাড়াতাড়ি।
তারপর সহসা শহরের সমস্ত কর্কশে---
কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে কাঠে পীঠে পাথরে
দেয়ালে-দেয়ালে বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ।
এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ-ধ্বনি।
'প্রাণ আছে, প্রাণ আছে।'
প্রাণ থাকলে স্থান আছে, মান আছে,
সমস্ত বাঁধা নিষেধের বাইরেও আছে
অস্তিত্বের অধিকার।
ফিরে আসতেই দেখি
গলির মোড়ে সেই শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে
বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা,
মর্মরিত হচ্ছে বাতাসে।
দেখতে-দেখতে গুচ্ছে-গুচ্ছে উতলে উঠেছে ফুল
ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ।
উড়ে এসেছে রঙ-বেরঙের পাখি
শুরু করেছে কলকণ্ঠে কাকলি।
ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে দীর্ঘ ছায়া
যেন কোন শ্যামল আত্মীয়তা।
অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম
কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন।
প্রাণ আছে, প্রাণ আছে।
শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ।
এক ক্ষয়হীন আশা।
এক মৃত্যুহীন মর্যাদা।
No comments:
Post a Comment