-
এ
সখি
হামারি
দুখের
নাহি
ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ||৩||
ঝম্পি ঘন গরজন্তি সন্ততি
ভূবন ভরি বরিখিন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুণ
সঘন খরশর হন্তিয়া ||৭||
কুশিল শত শত পাত-মোদিত
ময়ূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ||১১||
তিমির দিগ্ভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ||১৫||
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ||৩||
ঝম্পি ঘন গরজন্তি সন্ততি
ভূবন ভরি বরিখিন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুণ
সঘন খরশর হন্তিয়া ||৭||
কুশিল শত শত পাত-মোদিত
ময়ূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ||১১||
তিমির দিগ্ভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ||১৫||
, কবিতাপ্রেমীরা, ভাষার সব কৃত্রিম ভেদ সরিয়ে স্বীকার করবেনই যে, মিথিলাকবি বিদ্যাপতি থেকে যাবেন আরো কয়েক শতক নিছক নিজ অধিকারেই। প্রবাল দত্ত, কোলকাতা। ১৪ ফেব্রুয়ারি, ২০২৩।
ReplyDelete