নাগরদোলা // রত্নেশ্বর হাজরা


 

 
 দেখতে পেলেই ঘুরে বলব নেই তো               তুমি এখানে নেই
ওখানে নেই সেখানে নেই তুমি এখন নাগরদোলায় এখন তোমার
বাঁ দিকের হাত ডান দিকের পা বাঁ দিকের চোখ ডান দিকের কান
উঠছে নামছে হৃদয় টিদয় এখন তোমারছায়া উঠছে ছায়া নামছে
           ছায়া উঠবে ছায়া নামবে
                       নামতে নামতে উঠে গিয়েই
বলে উঠবে এই যে আমি এই যে আমি এই যে আমি-ই-ই-ই-
                            এখানে নেই
             ওখানে নেই
ওখানে না-।-।-।-।
এখান থেকে ওখান থেকে সেখান থেকে তখন কেবল
শব্দ কেবল এই যে আমি শব্দ কেবল ওই যে তুমি ওই যে তুমি
ওই যে তুমি শব্দ কেবল উঠছে নামছে উঠছে নামছে দেখতে পেলেই
ছায়া কেবল
ছায়াটায়া
শব্দটব্দ
উঠছে নামছে
উঠছে নামছে
শব্দ কেবল
শব্দ কেবল
তুমি কোথায়
তুমি কোথায়
তুমি কোথায়-।-।-।-।




_