Showing posts with label সাম্যের কবিতা. Show all posts
Showing posts with label সাম্যের কবিতা. Show all posts

পাপ - কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই!-
   যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
    পাপ-মুলুকে পাপ করেনি করেনিককে আছে পুরুষ-নারী?
   আমরা ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী
   তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,
   দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
   আদম হইতে শুরু রে এই নজরুল তক্সবে
   কম-বেশী রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্‌ !

মানুষ – কাজী নজরুল ইসলাম



গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
 
‘পূজারী, দুয়ার খোল,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!’
স্বপন দেখিয়ে আকুল পূজারী খুলিল ভজনালয়,
দেবতার বরে রাজা-টাজা আজ হয়ে যাবো নিশ্চয়!—
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
ডাকিল পান্থ, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন।
সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারি ফিরিয়া চলে,
তিমির রাত্রি, পথ জুরে তার ক্ষুধার মানিক জ্বলে!
ভুখারি ফুকারি কয়,
ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!
_