দেশের জন্য - সৈয়দ আলী আহসান


কখনও আকাশ
যেখানে অনেক
হাসিখুশি ভরা তারা,
কখনও সাগর
যেখানে স্রোতের
তরঙ্গ দিশাহারা।
কখনও পাহাড়
যেখানে পাথর
চিরদিন জেগে থাকে,
কখনও-বা মাঠ
যেখানে ফসল
সবুজের ঠেউ আঁকে।
কখনও-বা পাখি
শব্দ ছড়ায়
গাছের পাতায় ডালে-
যেসব শব্দ
অনেক শুনেছে
কোনও এক দূর কালে।
সব কিছু নিয়ে
আমাদের দেশ
একটি সোনার ছবি
যে দেশের কথা
কবিতা গানে
লিখেছে অনেক কবি।
দেশকে আমি
রাত্রি দিন
চিরকাল ভালোবাসি
সব মানুষের ইচ্ছার কাছে
খুব যেন কাছে আসি।
দেশকে নিয়ে
আমার গর্ব
প্রত্যহ চিরদিন,
দেশের জন্য
সবকিছু দিয়ে
বাঁচব রাত্রিদিন।

No comments:

Post a Comment

_