সেই মেয়েটার আকাশ কালো চুল ছিলো
খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিলো,
সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিলো,
আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল
ঐ মেয়েটার মেয়ে হওয়াটাই ভুল ছিলো।
এই মেয়েটা নারী হতেই বাড়ছিলো,খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিলো,
সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিলো,
আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল
ঐ মেয়েটার মেয়ে হওয়াটাই ভুল ছিলো।
ওদের ভাষায় তার রূপেতে ধার ছিলো।
নদীর শরীর-- খুব স্বাভাবিক বাঁক ছিলো,
নদীর পাড়ে সেই সে লোভী কাক ছিলো।
এই মেয়েটা মাংস ছিল জানতো না,
জানলে কি আর মায়ের কথা মানতো না?
এই মেয়েটার মানুষ হবার পণ ছিলো,
এই মেয়েটার শরীরটা তার ভুল ছিলো।
হায়েনাগুলো উঠিয়ে নিলো জোর করে
ফিরিয়ে দিলো "রাত্রি কালো" ভোর করে,
সেই মেয়েটা শুন্য চোখের দৃষ্টিতে
রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে।
এই মেয়েটার কেউ ছিল না তার পরে,
মানুষ মরে একবারে সে রোজ মরে।
কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে,
সেই দোষী হায় হাঁপায় সমাজ নাগপাশে।
এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারি
সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি।
এই মেয়েটার নিজেরও এক ঘর ছিলো
শেষ বেলাতে সেই ঘরে সে পর ছিলো।
সেই মেয়েটার শ্বাস ছিল, কাল ঝুলছে আজ!
আমার কি তায়? ব্যস্ত আমি অনেক কাজ।
এই মেয়েটার আজ সকালে স্কুল ছিলো,
এই মেয়েটার মেয়ে হওয়াটাই ভুল ছিলো।