দেখা হলো যদি আমাদের দুর্দিনে
আমি চুম্বনে চাইবো না অমরতা!
আমাদের প্রেম হোক বিষে জর্জর
সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা।
থাকুক দু’চোখে দুর্ভিক্ষের দাহ,
ঝরুক আবার আন্ধার আঁধিঁব্যাধি
আমাদের প্রেম না পেলো, কবির ভাষা
কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা।
আমি খুড়বো না দু’চোখে দীর্ঘ জল,
ভাঙ্গা যৌবন চীৎকার যদি করে,
কাজ নেই আর উল্টো নদীর বেগে,
অনাবেগে হোক আমাদের যাওয়া আসা!
কাজ নেই আর আবেগে কড়চায়
ভুলে যাও কবে ফুটতো বকুল ফুল।
না হয় আমিই হবো তার প্রতিনিধি
ক্ষতি কি, তুমি তো আছোই বকুলতলা!
আমি যদি চাই যেতে ফের দক্ষিণে
তুমি বলে দিও ঘরে বাড়ন্ত চাল!
শুনবো না আর নকল নদীর গান,
তার চেয়ে তুমি কাঁকনে কাঁদন তুলো!
বিঁধুক এ বুক তোমাতে কান্নাময়!
আমি নিষেধের অঙ্গুলী তুলবো না,
অকালের প্রেমে শুভকাল হলে হোক
আমাদের ক্ষণজীবনের ক্ষণক্রন্দন!
দেখা হলো যদি আমাদের দুর্দিনে
আমি চুম্বনে চাইবো না অমরতা!
আমাদের প্রেম হোক বিষে জর্জর
সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা!
ফুটুক তোমার অঙ্গে অগ্নিফুল
ক্ষতি কি, শরীরগ্রন্থিতে গেঁথে নেবো
আমাদের প্রেম না পেলো কবির ভাষা
কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা।
আমি চুম্বনে চাইবো না অমরতা!
আমাদের প্রেম হোক বিষে জর্জর
সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা।
থাকুক দু’চোখে দুর্ভিক্ষের দাহ,
ঝরুক আবার আন্ধার আঁধিঁব্যাধি
আমাদের প্রেম না পেলো, কবির ভাষা
কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা।
আমি খুড়বো না দু’চোখে দীর্ঘ জল,
ভাঙ্গা যৌবন চীৎকার যদি করে,
কাজ নেই আর উল্টো নদীর বেগে,
অনাবেগে হোক আমাদের যাওয়া আসা!
কাজ নেই আর আবেগে কড়চায়
ভুলে যাও কবে ফুটতো বকুল ফুল।
না হয় আমিই হবো তার প্রতিনিধি
ক্ষতি কি, তুমি তো আছোই বকুলতলা!
আমি যদি চাই যেতে ফের দক্ষিণে
তুমি বলে দিও ঘরে বাড়ন্ত চাল!
শুনবো না আর নকল নদীর গান,
তার চেয়ে তুমি কাঁকনে কাঁদন তুলো!
বিঁধুক এ বুক তোমাতে কান্নাময়!
আমি নিষেধের অঙ্গুলী তুলবো না,
অকালের প্রেমে শুভকাল হলে হোক
আমাদের ক্ষণজীবনের ক্ষণক্রন্দন!
দেখা হলো যদি আমাদের দুর্দিনে
আমি চুম্বনে চাইবো না অমরতা!
আমাদের প্রেম হোক বিষে জর্জর
সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা!
ফুটুক তোমার অঙ্গে অগ্নিফুল
ক্ষতি কি, শরীরগ্রন্থিতে গেঁথে নেবো
আমাদের প্রেম না পেলো কবির ভাষা
কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা।